কোন দেশ কী বললো তা নিয়ে সরকারের মাথাব্যাথা নেই: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, কোন দেশ কী বললো সেটি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো মাথাব্যাথা নেই। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই সরকারের প্রধান লক্ষ্য।
আজ রোববার (১৭ই ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সাভিস একাডেমিতে এক বিজয়ের ৫২ বছরে বাংলাদেশের অর্জন এবং ভবিষ্যত শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সেমিনারে নানা ইস্যুতে কথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর।
এসময় ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, বাংলাদেশের ভিত্তি মজবুত। এখানে ভয় দেখালে কোনো কাজ হবে না। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলের তৎপরতার বিষয়ে জানতে চাইলে এম জে আকবর এ কথা বলেন।
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর বলেন, বাংলাদেশ এখন আর সেই দেশ নেই যে পরাশক্তি দেশের চোখ রাঙ্গানিতে ভয় পাবে।