ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, সংস্কারের পাশাপাশি সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন জরুরি : তারেক রহমান

গাজায় যুদ্ধবিরতি চায় ফ্রান্সও

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্য ও জার্মানির পর এবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। সেখানে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে উল্লেখ করে রোববার এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় বেসামরিকদের সুরক্ষায় দ্রুত ‘টেকসই যুদ্ধবিরতির’ গুরুত্ব তুলে ধরে যৌথ বিবৃতি দিয়েছেন ব্রিটিশ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলের বানি সুহাইলা এলাকায় বিমান ও রকেট হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের।

ইসরায়েলের বোমাবর্ষণে গাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। ইসরায়েলি বাহিনীর হামলায় দখলকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে প্রাণ গেছে অন্তত ৩০০ ফিলিস্তিনির।

এদিকে গাজায় চলমান স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষাবাহিনী। এ নিয়ে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলা গাজা অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি চায় ফ্রান্সও

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

যুক্তরাজ্য ও জার্মানির পর এবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। সেখানে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে উল্লেখ করে রোববার এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় বেসামরিকদের সুরক্ষায় দ্রুত ‘টেকসই যুদ্ধবিরতির’ গুরুত্ব তুলে ধরে যৌথ বিবৃতি দিয়েছেন ব্রিটিশ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলের বানি সুহাইলা এলাকায় বিমান ও রকেট হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের।

ইসরায়েলের বোমাবর্ষণে গাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। ইসরায়েলি বাহিনীর হামলায় দখলকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে প্রাণ গেছে অন্তত ৩০০ ফিলিস্তিনির।

এদিকে গাজায় চলমান স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষাবাহিনী। এ নিয়ে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলা গাজা অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন।