ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচটিতে জিতলেই দুই ম্যাচ আগে সিরিজ নিজেদের করে নিতো ক্যারিবিয়রা। কিন্তু তা হতে দিলেন না ইংল্যান্ডের ফিল সল্ট ও হ্যারি ব্রুক। বাঁচা-মরার ম্যাচে রানের পাহাড় ডিঙিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। অপরাজিত সেঞ্চুরি করে জয় নিয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট।

শনিবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট জর্জে রাত সাড়ে ১১টায় তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের ৪৫ বলে ৬ ছক্কা ও সমান চারে ৮২ রানে ভর করে ২২২ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ফিল সল্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে স্বাগতিক উইন্ডিজ। দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় উইকেটে শাই হোপকে নিয়ে ৫৪ রানের সময়োপযোগী জুটি গড়েন নিকোলাস পুরান। দলীয় ৬২ রানে হোপ বিদায় নিলে ভাঙে জুটি। পরে চতুর্থ ও পঞ্চম উইকেটে যথাক্রমে রোভম্যান পাওয়েল ও রাদারফোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ আরও দুটি জুটি গড়েন।

পুরান ৪৫ বলে ৮২ রানের করে আদিল রশিদের বলে বিদায় নেন। একটা সময় মনে হয়েছিল হয়তো দলীয় সংগ্রহ ২০০ পেরুবে না। কিন্তু রাদারফোর্ড, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ছোট ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত ২২২ রানে গিয়ে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। শেষদিকে ৫ বলে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ রান করেন হোল্ডার। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৩ রানের।

জবাবে ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য জুটি গড়েন ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। ‍উদ্বোধনী জুটিতে দুজনে করেন ১১৫ রান। রাসেল ব্যক্তিগত ৫১ রানে বাটলারকে ফেরালে ভাঙে জুটি। অপরপ্রান্তে ঠিকই ব্যাটকে তলোয়ার বানিয়ে ক্যারিবিয়ান বোলারদের কচুকাটা করতে থাকেন সল্ট। তিনি শেষ পর্যন্ত ৫৬ বলে ৪টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩০ ও হ্যারি ব্রুক করেন ৩১ রান। এরমধ্যে ব্রুক ৭ বলে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৩১ রান করে অপরাজিত থাকেন। এমন ঝোড়ো ইনিংসের কল্যাণে এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ সিরিজের তিনটি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে আগামী ২০ ও ২২ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে নেয় উইন্ডিজরা।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয়

আপডেট সময় : ০৫:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

৫ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচটিতে জিতলেই দুই ম্যাচ আগে সিরিজ নিজেদের করে নিতো ক্যারিবিয়রা। কিন্তু তা হতে দিলেন না ইংল্যান্ডের ফিল সল্ট ও হ্যারি ব্রুক। বাঁচা-মরার ম্যাচে রানের পাহাড় ডিঙিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। অপরাজিত সেঞ্চুরি করে জয় নিয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট।

শনিবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট জর্জে রাত সাড়ে ১১টায় তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের ৪৫ বলে ৬ ছক্কা ও সমান চারে ৮২ রানে ভর করে ২২২ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ফিল সল্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে স্বাগতিক উইন্ডিজ। দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় উইকেটে শাই হোপকে নিয়ে ৫৪ রানের সময়োপযোগী জুটি গড়েন নিকোলাস পুরান। দলীয় ৬২ রানে হোপ বিদায় নিলে ভাঙে জুটি। পরে চতুর্থ ও পঞ্চম উইকেটে যথাক্রমে রোভম্যান পাওয়েল ও রাদারফোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ আরও দুটি জুটি গড়েন।

পুরান ৪৫ বলে ৮২ রানের করে আদিল রশিদের বলে বিদায় নেন। একটা সময় মনে হয়েছিল হয়তো দলীয় সংগ্রহ ২০০ পেরুবে না। কিন্তু রাদারফোর্ড, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ছোট ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত ২২২ রানে গিয়ে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। শেষদিকে ৫ বলে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ রান করেন হোল্ডার। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৩ রানের।

জবাবে ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য জুটি গড়েন ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। ‍উদ্বোধনী জুটিতে দুজনে করেন ১১৫ রান। রাসেল ব্যক্তিগত ৫১ রানে বাটলারকে ফেরালে ভাঙে জুটি। অপরপ্রান্তে ঠিকই ব্যাটকে তলোয়ার বানিয়ে ক্যারিবিয়ান বোলারদের কচুকাটা করতে থাকেন সল্ট। তিনি শেষ পর্যন্ত ৫৬ বলে ৪টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩০ ও হ্যারি ব্রুক করেন ৩১ রান। এরমধ্যে ব্রুক ৭ বলে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৩১ রান করে অপরাজিত থাকেন। এমন ঝোড়ো ইনিংসের কল্যাণে এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ সিরিজের তিনটি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে আগামী ২০ ও ২২ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে নেয় উইন্ডিজরা।