ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নির্বাচন উপলক্ষ্যে ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্রবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৯ শে ডিসেম্বর থেকে সশস্ত্রবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরচিালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্রবাহিনী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন সকল আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশের ৩০০ টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োজিত হবে মর্মে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। এতে বলা হয় সশস্ত্রবাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে। রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে উপজেলা/থানায় সশস্ত্রবাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে।

এর আগে, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাতের পর ইসি সচিব জানান, নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন উপলক্ষ্যে ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্রবাহিনী

আপডেট সময় : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৯ শে ডিসেম্বর থেকে সশস্ত্রবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরচিালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্রবাহিনী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন সকল আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশের ৩০০ টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োজিত হবে মর্মে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। এতে বলা হয় সশস্ত্রবাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে। রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে উপজেলা/থানায় সশস্ত্রবাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে।

এর আগে, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাতের পর ইসি সচিব জানান, নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।