দুই দেশের নির্বাচনই দুই দেশের কাছে গুরুত্বপূর্ণ: পঙ্কজ শরণ
- আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
কোনো দেশের নির্বাচন কেমন হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ। তবে প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের নির্বাচনই দুই দেশের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশস্থ ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ।
সোমবার হোটেল সোনারগাঁওয়ে ভোরের কাগজের আয়োজনে জহুর হোসেন চৌধুরী মেমোরিয়াল লেকচার ২০২৩ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি দেশের সরকারকে হবে সেটি একমাত্র ঠিক করবে সেই দেশের জনগণ।
ভারতের সাবেক এই হাইকমিশনার আরও বলেন, ’গত ১৫ বছরে বাংলাদেশ ভারতের সর্ম্পক উচ্চ পর্যায়ে রয়েছে। তবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে শুধু সরকারের কৃতিত্ব নয়, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক উন্নয়নে, স্কলার, গণমাধ্যম, বুদ্ধিজীবী ও তরুণ প্রজন্মের অনেক ভূমিকা রয়েছে।’
ভারতস্থ বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারেক এ করিম বলেন, ’বাংলাদেশ ভারতের সম্পর্কের রোল মডেল হওয়ার শুধু একটিই কারণ, দুইদেশের ভালো বোঝাপড়া।’
পঙ্কজ শরণ ২০১২-১৫ মেয়াদে ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন।