ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিপাহ ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ থাকতে সর্তকবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শ ম গোলাম কায়ছার গণমাধ্যমে জরুরি স্বাস্থ্য বার্তা পাঠিয়েছেন। এতে খেজুরের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। কেউ কাঁচা রস খেতে চাইলে তা বিক্রি না করতে গাছি (খেজুরের রস সংগ্রহকারী) বা বিক্রেতাদের প্রতিও অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

সর্তকবার্তায় বলা হয়েছে, নিপাহ ভাইরাস থেকে বাঁচতে আংশিক খাওয়া ফল খাওয়া যাবে না। ফলমূল পানি দিয়ে ধুয়ে খেতে হবে। কারও এ রোগে লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।

অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ানো এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া।

২০২২-২৩ সালের গত মৌসুমে দেশে এ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মারা যায়। এ রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি।

তাই প্রতিরোধই এ রোগ থেকে বাঁচার উপায় বলে পরামর্শ জনস্বাস্থ্য অধিদপ্তরের।

নিউজটি শেয়ার করুন

নিপাহ ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

আপডেট সময় : ০৬:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ থাকতে সর্তকবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শ ম গোলাম কায়ছার গণমাধ্যমে জরুরি স্বাস্থ্য বার্তা পাঠিয়েছেন। এতে খেজুরের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। কেউ কাঁচা রস খেতে চাইলে তা বিক্রি না করতে গাছি (খেজুরের রস সংগ্রহকারী) বা বিক্রেতাদের প্রতিও অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

সর্তকবার্তায় বলা হয়েছে, নিপাহ ভাইরাস থেকে বাঁচতে আংশিক খাওয়া ফল খাওয়া যাবে না। ফলমূল পানি দিয়ে ধুয়ে খেতে হবে। কারও এ রোগে লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।

অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ানো এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া।

২০২২-২৩ সালের গত মৌসুমে দেশে এ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মারা যায়। এ রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি।

তাই প্রতিরোধই এ রোগ থেকে বাঁচার উপায় বলে পরামর্শ জনস্বাস্থ্য অধিদপ্তরের।