আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবটি ঘিরে মেক্সিকোতে আয়োজিত আগের একটি অনুষ্ঠানে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে গুলিতে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গতকাল রোববার ভোরে দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরার শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রদেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রদেশটির প্রসিকিউটর অফিস এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত আরও ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় একটি সামাজিক প্রতিষ্ঠান তিয়েরা নেগ্রা ফাউন্ডেশন জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীরা ছিলেন তরুণ–তরুণী। বড়দিনের মূল উৎসবের আগে ‘পোসাদাস’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন তাঁরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে জানিয়েছেন, বন্দুক নিয়ে প্রায় ছয়জন লোক অনুষ্ঠানস্থলে ঢোকে। এরপর অনুষ্ঠানে আসা ১০০ জনেরও বেশি তরুণ-তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করে।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কে, এরপরেই তারা গুলি চালাতে শুরু করে।’