একতরফা নির্বাচনের জন্যই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, আটক এবং একের পর এক সাজা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের এক রাতেই মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে।
এসময় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও রাস্তায় নামার আহ্বান জানান রুহুল কবির রিজভী।