ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবেশে নাশকতাকারীরা ট্রেনে আগুন দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বগি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেখতে পায় ট্রেনের চালক। বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনটি যাচ্ছিল কমলাপুরে। আগুনের কারণে থামানো হয় রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে। আগুনের খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
খবর পাওয়ার অল্প সময়ের মধ্যেই স্টেশনে আসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, শুরু করে নিয়ন্ত্রণ কাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বগি। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় শিশু ও নারীসহ চার জনের মরদেহ।
তেজগাঁও রেল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে আগুন দেখে প্রথমে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাই। সেই সঙ্গে আপ-ডাউন লাইন ক্লিয়ার করি। কিছুক্ষণ পর একটি মরদেহ উদ্ধার হতে দেখি। পরে জানতে পারে এ ঘটনায় চার জন মারা যান।’
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, যাত্রীবেশে নাশকতাকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, গত ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়ালে রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় লাইনচ্যুত হয় মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে একজনের মৃত্যু হয় ও আহত হয় অর্ধশতাধিক।