ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯৫জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৮শ’ ৯৫জন। এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দলের প্রার্থীরা। এরমধ্যে ১০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি ১৩টি রাজনৈতিক দল। প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি। এরইমধ্যে মনোনয়নপত্র জমা, বাছাই, নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল নিস্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৭শ’ ১৬ জন। তবে প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত ৮শ’ ২১ জন ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে। এখন পর্যন্ত মোট প্রার্থী ১ হাজার ৮শ’ ৯৫ জন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫শ’ ১৩ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৩শ’ ৮২ জন।

প্রার্থীদের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় জাতীয় সংসদের ৩শ’ আসনের ১০ শতাংশ আসন অর্থাৎ ৩০টির কম আসনে প্রার্থী দিয়েছে ১৩টি রাজনৈতিক দল। সবচেয়ে কম ৪টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশের সাম্যবাদী দল।

মাত্র চারটি দল ১শ’ এর বেশি আসনে প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ২শ’ ৬৫ আসনে, আওয়ামী লীগের প্রার্থী আছে ২শ’ ৬৩ আসনে, তৃণমূল বিএনপি ১শ’ ৩৩ আসনে ও ন্যাশনাল পিপলস পার্টি ১শ’ ২২ আসনে প্রার্থী দিয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, সাংস্কৃতিম মুক্তিজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমেছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে অনেক এলাকা। জেলায় জেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের প্রচার। সকাল থেকে জনসমর্থন পেতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

প্রচারের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ আর গণসংযোগ করছেন প্রার্থীরা। জয়ের আশায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গাজীপুরের শ্রীপুরে গণসংযোগ করছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ। প্রতীক বরাদ্দের পর সোমবার বিকেলেই গাজীপুর ১, ২ ও ৫ আসনের তিন স্বতন্ত্র প্রার্থীকে এক মঞ্চে নিয়ে সভা করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

রাজশাহীর ৬টি আসনের পাড়া-মহল্লা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। বিভিন্ন আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী কে, তা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনে নৌকা বিজয়ী হবে বলে আশা আওয়ামী লীগের প্রার্থীদের।

রাজশাহী–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এখন দলের ভেতর থেকে গিয়ে যদি কেউ স্বতন্ত্র ভোট করে, তাঁর পক্ষে আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী যাবেই। এটি নিয়ে কোনো অভিযোগ, অনুযোগ কিছুই নেই।’

চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২০ জন প্রার্থী। মঙ্গলবার সকালে বায়েজীদ এলাকায় প্রচার শুরু করেন চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা নিয়ে আমি নির্বাচন করছি। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে নির্বাচিত হলে সকলের সাংসদ হবো।’

বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমের পক্ষে প্রচার চালান তাঁর সমর্থকরা। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন রায়েরমহল এলাকায় এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জাহান সাথী বয়রা এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া, দিনাজপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইকবালুর রহিম, শেরপুর-১ এ নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু, নাটোর-২ আসনে নৌকার শফিকুল ইসলাম শিমুল, পাবনা-৫ আসনে নৌকার গোলাম ফারুক প্রিন্স এবং সাতক্ষীরায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে নামেন।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯৫জন

আপডেট সময় : ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৮শ’ ৯৫জন। এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দলের প্রার্থীরা। এরমধ্যে ১০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি ১৩টি রাজনৈতিক দল। প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি। এরইমধ্যে মনোনয়নপত্র জমা, বাছাই, নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল নিস্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৭শ’ ১৬ জন। তবে প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত ৮শ’ ২১ জন ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে। এখন পর্যন্ত মোট প্রার্থী ১ হাজার ৮শ’ ৯৫ জন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫শ’ ১৩ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৩শ’ ৮২ জন।

প্রার্থীদের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় জাতীয় সংসদের ৩শ’ আসনের ১০ শতাংশ আসন অর্থাৎ ৩০টির কম আসনে প্রার্থী দিয়েছে ১৩টি রাজনৈতিক দল। সবচেয়ে কম ৪টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশের সাম্যবাদী দল।

মাত্র চারটি দল ১শ’ এর বেশি আসনে প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ২শ’ ৬৫ আসনে, আওয়ামী লীগের প্রার্থী আছে ২শ’ ৬৩ আসনে, তৃণমূল বিএনপি ১শ’ ৩৩ আসনে ও ন্যাশনাল পিপলস পার্টি ১শ’ ২২ আসনে প্রার্থী দিয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, সাংস্কৃতিম মুক্তিজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমেছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে অনেক এলাকা। জেলায় জেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের প্রচার। সকাল থেকে জনসমর্থন পেতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

প্রচারের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ আর গণসংযোগ করছেন প্রার্থীরা। জয়ের আশায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গাজীপুরের শ্রীপুরে গণসংযোগ করছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ। প্রতীক বরাদ্দের পর সোমবার বিকেলেই গাজীপুর ১, ২ ও ৫ আসনের তিন স্বতন্ত্র প্রার্থীকে এক মঞ্চে নিয়ে সভা করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

রাজশাহীর ৬টি আসনের পাড়া-মহল্লা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। বিভিন্ন আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী কে, তা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনে নৌকা বিজয়ী হবে বলে আশা আওয়ামী লীগের প্রার্থীদের।

রাজশাহী–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এখন দলের ভেতর থেকে গিয়ে যদি কেউ স্বতন্ত্র ভোট করে, তাঁর পক্ষে আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী যাবেই। এটি নিয়ে কোনো অভিযোগ, অনুযোগ কিছুই নেই।’

চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২০ জন প্রার্থী। মঙ্গলবার সকালে বায়েজীদ এলাকায় প্রচার শুরু করেন চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা নিয়ে আমি নির্বাচন করছি। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে নির্বাচিত হলে সকলের সাংসদ হবো।’

বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমের পক্ষে প্রচার চালান তাঁর সমর্থকরা। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন রায়েরমহল এলাকায় এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জাহান সাথী বয়রা এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া, দিনাজপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইকবালুর রহিম, শেরপুর-১ এ নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু, নাটোর-২ আসনে নৌকার শফিকুল ইসলাম শিমুল, পাবনা-৫ আসনে নৌকার গোলাম ফারুক প্রিন্স এবং সাতক্ষীরায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে নামেন।