ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএলে ২৪ কোটি ৭৫ লাখে বিক্রি হলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যাট কামিন্সের দামটাই চমকে দিয়েছিল। আইপিএলে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে আইপিএলের নিলামে এবার মূল আগ্রহ ছিল মিচেল স্টার্ককে নিয়ে। সাত বছর পর আইপিএলে ফিরেছেন এই বাঁহাতি ফাস্ট বোলার।

বাঁহাতি, ফাস্ট বোলার এবং অস্ট্রেলিয়ান-এই তিন মিলে তাঁর দাম অনেক হবে জানা ছিল। কিন্তু কামিন্সের দাম দেখে মনে হয়েছিল, এবার হয়তো অর্থের টান পড়বে। কিন্তু মিচেল স্টার্ককে পেয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে দলগুলো। এবারও চার দলের মারামারিতে শেষ পর্যন্ত পকেট ফুলেফেঁপে উঠেছে স্টার্কের। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এতে একটু আগেই হওয়া আইপিএল নিলামের যে রেকর্ড গড়েছিলেন কামিন্স, সেটা ভেঙে গেছে।

দিল্লি ক্যাপিটালস শুরু করেছিল, মুম্বাই ইন্ডিয়ানসও হাল ছাড়ছিল না। কিন্তু দশ কোটির কাছাকাছি যেতেই তারা দম হারিয়ে ফেলে। কলকাতা ডাকা শুরু করে ৯ কোটি ৮০ লাখে। মুম্বাই সরে যায়। গুজরাট টাইটানস যোগ দিতেই সরে যান ঋষভ পন্তও।

কলকাতা ও গুজরাটের এই লড়াই একটু পরে অহমের লড়াইয়ে রূপ নেয়। দুই দলেরই প্রকৃত ফাস্ট বোলার দরকার। গুজরাটের তবু মোহাম্মদ শামি আছে, কলকাতার আন্তর্জাতিক পর্যায়ের কোনো পেসারই নেই। তরতর করে দর ২০ কোটিতে পৌঁছে যায়। কামিন্সকে ছাড়িয়ে নতুন নিলাম রেকর্ডও হয়ে যায় একটু পর।

নিউজটি শেয়ার করুন

আইপিএলে ২৪ কোটি ৭৫ লাখে বিক্রি হলেন স্টার্ক

আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

প্যাট কামিন্সের দামটাই চমকে দিয়েছিল। আইপিএলে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে আইপিএলের নিলামে এবার মূল আগ্রহ ছিল মিচেল স্টার্ককে নিয়ে। সাত বছর পর আইপিএলে ফিরেছেন এই বাঁহাতি ফাস্ট বোলার।

বাঁহাতি, ফাস্ট বোলার এবং অস্ট্রেলিয়ান-এই তিন মিলে তাঁর দাম অনেক হবে জানা ছিল। কিন্তু কামিন্সের দাম দেখে মনে হয়েছিল, এবার হয়তো অর্থের টান পড়বে। কিন্তু মিচেল স্টার্ককে পেয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে দলগুলো। এবারও চার দলের মারামারিতে শেষ পর্যন্ত পকেট ফুলেফেঁপে উঠেছে স্টার্কের। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এতে একটু আগেই হওয়া আইপিএল নিলামের যে রেকর্ড গড়েছিলেন কামিন্স, সেটা ভেঙে গেছে।

দিল্লি ক্যাপিটালস শুরু করেছিল, মুম্বাই ইন্ডিয়ানসও হাল ছাড়ছিল না। কিন্তু দশ কোটির কাছাকাছি যেতেই তারা দম হারিয়ে ফেলে। কলকাতা ডাকা শুরু করে ৯ কোটি ৮০ লাখে। মুম্বাই সরে যায়। গুজরাট টাইটানস যোগ দিতেই সরে যান ঋষভ পন্তও।

কলকাতা ও গুজরাটের এই লড়াই একটু পরে অহমের লড়াইয়ে রূপ নেয়। দুই দলেরই প্রকৃত ফাস্ট বোলার দরকার। গুজরাটের তবু মোহাম্মদ শামি আছে, কলকাতার আন্তর্জাতিক পর্যায়ের কোনো পেসারই নেই। তরতর করে দর ২০ কোটিতে পৌঁছে যায়। কামিন্সকে ছাড়িয়ে নতুন নিলাম রেকর্ডও হয়ে যায় একটু পর।