ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দেশজুড়ে নির্বাচনী আমেজ, প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। আজ (সোমবার ১৮ই ডিসেম্বর) প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। দেশজুড়ে এখন নির্বাচনী উৎসবমুখরতা। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচার প্রচারনায় নেমেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৭টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

আজ মঙ্গলবার (১৯ শে ডিসেম্বর) সকাল থেকে মিছিল, লিফলেট বিতরণ, আলোচনা ও মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন তারা। তুলে ধরছেন নির্বাচনি এলাকা নিয়ে নিজেদের নানা পরিকল্পনাও। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মী-সমর্থকরা। তফসিল অনুযায়ী প্রচারনা চলবে ৫ই জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত। ৭ই জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এর আগে গতকাল সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এবার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকছে ২৬৩ জন। এছাড়াও জোটের ৭টি আসনসহ মোট ২৭০টি আসনে লড়বে নৌকা প্রতীকের প্রার্থী। আওয়ামী লীগের ২৮ জন বর্তমান সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের মোট স্বতন্ত্র প্রার্থী থাকছেন ২৬৯ জন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মোট ২৮৩ টি আসনে নির্বাচন করবে। তৃণমূল বিএনপি ১৪০ আসনে নির্বাচন করবে। জাসদ ৬৬টি আসনে, বিএনএম ৪০ আসনে, জাকের পার্টি ৮টি আসনে নির্বাচন করবে।

বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের ৮৭ জন নেতা এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়াই করতে প্রস্তুত মোট ১হাজার ৮৯৬ জন প্রার্থী। এবার মোট স্বতন্ত্র প্রার্থী প্রায় ৪০০। এর আগে ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী ছিল ১ হাজার ৮৬১ জন। ২০১৮’র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিল ১২৮ জন।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪ টি রাজনৈতিক দলের মধ্যে এবার নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। নিবন্ধন জটিলতায় অংশ নিতে পারছে না গণতন্ত্রী পার্টি।

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে নির্বাচনী আমেজ, প্রচারণায় প্রার্থীরা

আপডেট সময় : ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। আজ (সোমবার ১৮ই ডিসেম্বর) প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। দেশজুড়ে এখন নির্বাচনী উৎসবমুখরতা। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচার প্রচারনায় নেমেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৭টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

আজ মঙ্গলবার (১৯ শে ডিসেম্বর) সকাল থেকে মিছিল, লিফলেট বিতরণ, আলোচনা ও মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন তারা। তুলে ধরছেন নির্বাচনি এলাকা নিয়ে নিজেদের নানা পরিকল্পনাও। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মী-সমর্থকরা। তফসিল অনুযায়ী প্রচারনা চলবে ৫ই জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত। ৭ই জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এর আগে গতকাল সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এবার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকছে ২৬৩ জন। এছাড়াও জোটের ৭টি আসনসহ মোট ২৭০টি আসনে লড়বে নৌকা প্রতীকের প্রার্থী। আওয়ামী লীগের ২৮ জন বর্তমান সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের মোট স্বতন্ত্র প্রার্থী থাকছেন ২৬৯ জন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মোট ২৮৩ টি আসনে নির্বাচন করবে। তৃণমূল বিএনপি ১৪০ আসনে নির্বাচন করবে। জাসদ ৬৬টি আসনে, বিএনএম ৪০ আসনে, জাকের পার্টি ৮টি আসনে নির্বাচন করবে।

বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের ৮৭ জন নেতা এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়াই করতে প্রস্তুত মোট ১হাজার ৮৯৬ জন প্রার্থী। এবার মোট স্বতন্ত্র প্রার্থী প্রায় ৪০০। এর আগে ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী ছিল ১ হাজার ৮৬১ জন। ২০১৮’র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিল ১২৮ জন।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪ টি রাজনৈতিক দলের মধ্যে এবার নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। নিবন্ধন জটিলতায় অংশ নিতে পারছে না গণতন্ত্রী পার্টি।