০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে: সিইসি

রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকালে রংপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কষ্টসাধ্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি সকল প্রার্থীদের মধ্যেও পারস্পরিক সহনশীলতা থাকা জরুরি। নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় না থাকলে সুষ্ঠু নির্বাচন করা কষ্টসাধ্য হয়ে পড়বে।’

এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চান ইসি প্রধান। বৈঠকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সিইসি আরও বলেন, মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, আজকের মতবিনিময় সভায় সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রার্থীদের সঙ্গে সিইসির ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালানোসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

আজ সকালে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ও দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগের সব জেলা এবং উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তা, ইউএনও, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন সিইসি।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রংপুর-৩ আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্রপ্রার্থী জানান, সিইসি তাঁদের পুলিং এজেন্টের ওপর নির্ভর করতে বলেছেন, পুলিং এজেন্ট দিয়ে কী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব? তাঁর দাবি নির্বাচন সুষ্ঠু করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।

বিএনপি ও তাদের জোটসঙ্গীদের বিরোধিতার মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচার কার্যক্রম।

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে: সিইসি

আপডেট : ০২:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকালে রংপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কষ্টসাধ্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি সকল প্রার্থীদের মধ্যেও পারস্পরিক সহনশীলতা থাকা জরুরি। নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় না থাকলে সুষ্ঠু নির্বাচন করা কষ্টসাধ্য হয়ে পড়বে।’

এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চান ইসি প্রধান। বৈঠকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সিইসি আরও বলেন, মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, আজকের মতবিনিময় সভায় সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রার্থীদের সঙ্গে সিইসির ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালানোসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

আজ সকালে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ও দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগের সব জেলা এবং উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তা, ইউএনও, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন সিইসি।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রংপুর-৩ আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্রপ্রার্থী জানান, সিইসি তাঁদের পুলিং এজেন্টের ওপর নির্ভর করতে বলেছেন, পুলিং এজেন্ট দিয়ে কী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব? তাঁর দাবি নির্বাচন সুষ্ঠু করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।

বিএনপি ও তাদের জোটসঙ্গীদের বিরোধিতার মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচার কার্যক্রম।