পিছু হটছে ইউক্রেনের সেনারা
- আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে
গোলাবারুদের সংকটে পিছু হটছে ইউক্রেনের সম্মুখসেনারা। এছাড়া বিদেশি সহায়তার অভাবে বেশ কয়েকটি সামরিক অভিযানও বাতিল করেছে ইউক্রেন। ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ১১ হাজার কোটি ডলারেরও বেশি আর্থিক মূল্যের সহায়তা আটকে আছে। আর এতেই রাশিয়ার সম্মুখ সমরের সামনে কোনঠাসা হয়ে পড়েছে কিয়েভ।
এক সাক্ষাৎকারে দেশটির একজন সিনিয়র সেনাকর্মকর্তা জানিয়েছেন, গোলাবারুদের ঘাটতি দেশটির জন্য ‘অত্যন্ত বড় সমস্যা’ এবং বিদেশি সামরিক সাহায্য কমে যাওয়ায় তা যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে। এই মুহূর্তে দেশটির কাছে যে পরিমাণ গোলাবারুদ রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর তাই ইউক্রেনের যুদ্ধ পরিকল্পনা পরিবর্তণ করতে হচ্ছে বলেও জানান তিনি। দক্ষিণ-পূর্ব ফ্রন্টে ইউক্রেনের ক্লান্ত সেনারা কিছু এলাকায় রক্ষণমূলক অবস্থানে চলে গেছে বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার অভাবে আটকে আছে ইউক্রেনের জন্য ঘোষিত মার্কিন সহায়তা। রিপাবলিকান আইনপ্রণেতারা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ৬ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা আটকে রেখেছে।
এছাড়া, কিয়েভের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত ৫ হাজার ৪৫০ কোটি ডলার আটকে রেখেছে হাঙ্গেরি। আর এতেই ২২ মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সংকটে পড়েছে ইউক্রেন।