বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হাইস্কোরিং ম্যাচের কথা মাথায় রেখে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেট প্রস্তুত করে আয়োজকরা। যা ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়। সেই তুলনায় বোলারদের জন্য তেমন কিছু খুব একটা দেখা যায় না। তবে এবার আইপিএলে ব্যাটারদের পাশাপাশি বোলারদের বাড়তি সুবিধা দিতে প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই।
ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে আইপিএলের ২০২৪ আসর থেকে ওভারে দুটি বাউন্সার বৈধ করা হচ্ছে। অর্থ্যাৎ এবারের আইপিএলে এক ওভারে সর্বোচ্চ দুটি পর্যন্ত বাউন্সার দিতে পারবে বোলাররা। আইপিলের আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম পরিক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছিল।
আইসিসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে ওভারপ্রতি মাত্র একটি বাউন্সার দিতে পারেন বোলাররা। খেলার ধরণ এবং সময় বিবেচনায় এই নিয়ম করা হলেও তা ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়। তবে ওয়ানডে ও টেস্টে ওভারপ্রতি দুটি বাউন্সার বৈধ বলে গণ্য করা হয়।
আইপিএলের এমন সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয় এমন কিছু বোলারদের জন্য ব্যাটসম্যানদের তুলনায় বাড়তি সুবিধা দেবে। কারণ, আমি যদি একটা স্লোয়ার বাউন্সার করেই ফেলি, আগে ব্যাটসম্যান জানতো তার সামনে এমন আর কিছু নেই। তবে এবার ওভারের প্রথমদিকে একটা বাউন্সার দিলেও, পরের জন্য আরও একটি বাউন্সার সুবিধা থাকছে।’
ভারতে জাতীয় নির্বাচনের কারণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগের সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত ১০ দলের এ লিগ হবে বলে জানা গেছে। আর আজ দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১৭তম আসরের মিনি নিলাম।