ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার তিন বিভাগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বৃহস্পতিবার তিন বিভাগে ভার্চুয়ালি জনসভায় যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এ মাসের শেষে বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে আরও তিনটি জনসভায় যোগ দেবেন।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি এ জনসভাগুলোতে যুক্ত হবেন বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সায়েম খান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

এছাড়াও আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় তিনি বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরদিন অর্থাৎ ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ ও মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

আগামী বুধবার সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই দিন তিনি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

গত রোববার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হয় আনুষ্ঠানিক প্রচার। তফসিল অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর সকাল পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ভোট হবে ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবার তিন বিভাগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা

আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

আগামী বৃহস্পতিবার তিন বিভাগে ভার্চুয়ালি জনসভায় যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এ মাসের শেষে বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে আরও তিনটি জনসভায় যোগ দেবেন।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি এ জনসভাগুলোতে যুক্ত হবেন বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সায়েম খান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

এছাড়াও আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় তিনি বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরদিন অর্থাৎ ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ ও মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

আগামী বুধবার সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই দিন তিনি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

গত রোববার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হয় আনুষ্ঠানিক প্রচার। তফসিল অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর সকাল পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ভোট হবে ৭ জানুয়ারি।