নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, আর পরিবশে ঠিক রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের।
মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে এ কথা বলেন।
এসময় ইসি আলমগীর বলেন, ভোট দেওয়া সবার অধিকার। প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটার উপস্থিতি করাবে। পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে জেলা রিটানিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃংখলা রক্ষাবাহিনী কাজ করবে।
নির্বাচন কমিশনার আরও বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে শুধু প্রার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি মানা হচ্ছে কি না তা দেখতেও গোটা কমিশন এখন মাঠে চষে বেড়াচ্ছে। সুতরাং এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কারণ নেই।
এসময় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নে নারীরা ভোট না দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, 'ইসলামে ভোট না দেওয়ার কথা বলা হয়নি। সেখানে সকল প্রার্থীকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করার কথা বলা হয়েছে।'
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে জেলার সকল প্রার্থী ও আইনশৃঙ্খলার সদস্যরা উপস্থিত ছিলেন।