ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রেলে যারা আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহতের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অগ্নিসংযোগ করে চারটি তাজা প্রাণ ঝড়ে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে, সেই রকম দৃশ্য দেখতে পেলাম। রেলে যারা আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই।’

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার শুরুতে সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে। ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই। নির্বাচন ও আন্দোলন করবে কাকে দিয়ে। ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’

আ. লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এ বছর পারল না, আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না। বিএনপির নেতাকর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।’

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি বাসে, ট্রেনে আগুন দিয়ে জীবন্ত মানুষদের পুড়িয়ে মারছে। আন্দোলনে তারা ব্যর্থ। ৭ই জানুয়ারির নির্বাচনে পুরুষ ভোটার থেকে নারী ভোটারের লম্বা লাইন পড়বে। যারা বলছে ভোটারের উপস্থিতি হবে না তাদের কথা মিথ্যা বলে প্রমাণিত হবে।

এসময় ওবায়দুল কাদের, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, নির্বাচনের দিন ভোটার আসতে বাঁধা দিবে তাদের রুখে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভাল দিন, নৌকা মার্কায় ভোট দিন।’

নিউজটি শেয়ার করুন

রেলে যারা আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহতের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অগ্নিসংযোগ করে চারটি তাজা প্রাণ ঝড়ে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে, সেই রকম দৃশ্য দেখতে পেলাম। রেলে যারা আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই।’

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার শুরুতে সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে। ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই। নির্বাচন ও আন্দোলন করবে কাকে দিয়ে। ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’

আ. লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এ বছর পারল না, আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না। বিএনপির নেতাকর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।’

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি বাসে, ট্রেনে আগুন দিয়ে জীবন্ত মানুষদের পুড়িয়ে মারছে। আন্দোলনে তারা ব্যর্থ। ৭ই জানুয়ারির নির্বাচনে পুরুষ ভোটার থেকে নারী ভোটারের লম্বা লাইন পড়বে। যারা বলছে ভোটারের উপস্থিতি হবে না তাদের কথা মিথ্যা বলে প্রমাণিত হবে।

এসময় ওবায়দুল কাদের, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, নির্বাচনের দিন ভোটার আসতে বাঁধা দিবে তাদের রুখে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভাল দিন, নৌকা মার্কায় ভোট দিন।’