বিএনপি ও সমমনা সরকারবিরোধী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাবের ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শরিফুল ইসলাম বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ১৩০টি টহল দলসহ সারা দেশে র্যাবের ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে। সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দলও নজর রাখছে।
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো ঠেকাতে র্যাব অনলাইনে নজরদারি চালাচ্ছে বলেও জানান আ ন ম ইমরান খান।