আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৪৭১ বার পড়া হয়েছে

ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আনা উচিৎ। এ ব্যাপারে সরকার অবশ্যই শক্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (২০ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টে রেকর্ড শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি আরও বলেন, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই। প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনা দেশের যে প্রান্তেই হোক না কেন সব একই রকম।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টে কোনো রেকর্ড শাখা এতদিন ছিলো না। এটি নির্মাণ করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধান বিচারপতি।