০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের সময় উত্তেজনা সবখানেই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ঘটছে, এই প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোটের সময় উত্তেজনা সবখানেই থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও থাকে।

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালায়ে নিজ দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে। তারা সবসময় নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ধরনের চিঠি তো আসতেই পারে। এখনো আমার কাছে আসেনি, আসলে যা করা উচিত সেটাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।

এসময় ট্রেনে আগুন দেওয়ার ঘটনার মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। তারা অনুসন্ধান করছেন, যা যা করণীয় সেগুলো ফলো করছেন। আমরা আশা করি খুব শিগগির সবগুলো আপনাদের জানাতে পারবো, কারা করেছে।’

ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। নির্বাচন পর্যন্ত কেমন পরিস্থিতি থাকতে পারে? আপনারা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারবেন?- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই নির্বাচন সুন্দর মতো হয়ে যাবে। আমরা মনে করি এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, এদেশের জনগণই তাদের প্রতিহত করবে। আমাদের নিরাপত্তা বাহিনী তো রয়েছেই।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী অত্যন্ত দক্ষ। গাজীপুরের রেললাইন উপড়ে ফেলার ঘটনার আসামিকে আমরা ধরে ফেলেছি। ওই এলাকার যুবদলের নেতা এই ঘটনাটি ঘটিয়েছেন। যাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে, সবগুলো হয় ছাত্রদল না হয় যুবদল কিংবা বিএনপির কোনো স্থানীয় নেতা। বাইরে থেকে তারা ধ্বংস করার জন্য নির্দেশ পাচ্ছেন, তারা ধ্বংস করছেন।’

‘বিএনপির যারা সত্যিকারে দলকে ভালোবাসেন, সত্যিকারে দেশকে যারা ভালোবাসেন, আজ কিন্তু তারা দ্বিধা-দ্বন্দ্বে আছেন। বিএনপি ভেঙে আরও দুটি নতুন দল তৈরি হয়েছে সেটাও আপনারা দেখেছেন। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটাও আপনারা জানেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব আপনার। ট্রেনের আগুনে সন্তানকে বুকে নিয়ে মা মারা গেলেন। এই চেয়ারে থেকে আপনার অনুভূতি কী- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী এ ঘটনার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আপনার (সাংবাদিক) কাছে আমার জিজ্ঞাসা- এই ধরনের ছবি যখন দেখেন আপনি কি বিচলিত হন না? আপনার হৃদয়ে কি ডুকরে কান্না আসে না? এটা মানুষ মাত্রই হয়। কিন্তু যারা অমানুষ, যাদের জানোয়ার বলতেও আমার ঘৃণা করে, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা বিবেক সম্পন্ন মানুষ তারা এ দৃশ্য দেখলে কান্নাকাটি করবেই, তাদের হৃদয় আঘাত পাবেই। আমাদের নিরাপত্তা বাহিনী এগুলোকে খুঁজে বের করবে অবশ্যই। এগুলো আপনারা শিগগির দেখবেন।’

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভোটের সময় উত্তেজনা সবখানেই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ঘটছে, এই প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোটের সময় উত্তেজনা সবখানেই থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও থাকে।

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালায়ে নিজ দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে। তারা সবসময় নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ধরনের চিঠি তো আসতেই পারে। এখনো আমার কাছে আসেনি, আসলে যা করা উচিত সেটাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।

এসময় ট্রেনে আগুন দেওয়ার ঘটনার মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। তারা অনুসন্ধান করছেন, যা যা করণীয় সেগুলো ফলো করছেন। আমরা আশা করি খুব শিগগির সবগুলো আপনাদের জানাতে পারবো, কারা করেছে।’

ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। নির্বাচন পর্যন্ত কেমন পরিস্থিতি থাকতে পারে? আপনারা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারবেন?- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই নির্বাচন সুন্দর মতো হয়ে যাবে। আমরা মনে করি এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, এদেশের জনগণই তাদের প্রতিহত করবে। আমাদের নিরাপত্তা বাহিনী তো রয়েছেই।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী অত্যন্ত দক্ষ। গাজীপুরের রেললাইন উপড়ে ফেলার ঘটনার আসামিকে আমরা ধরে ফেলেছি। ওই এলাকার যুবদলের নেতা এই ঘটনাটি ঘটিয়েছেন। যাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে, সবগুলো হয় ছাত্রদল না হয় যুবদল কিংবা বিএনপির কোনো স্থানীয় নেতা। বাইরে থেকে তারা ধ্বংস করার জন্য নির্দেশ পাচ্ছেন, তারা ধ্বংস করছেন।’

‘বিএনপির যারা সত্যিকারে দলকে ভালোবাসেন, সত্যিকারে দেশকে যারা ভালোবাসেন, আজ কিন্তু তারা দ্বিধা-দ্বন্দ্বে আছেন। বিএনপি ভেঙে আরও দুটি নতুন দল তৈরি হয়েছে সেটাও আপনারা দেখেছেন। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটাও আপনারা জানেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব আপনার। ট্রেনের আগুনে সন্তানকে বুকে নিয়ে মা মারা গেলেন। এই চেয়ারে থেকে আপনার অনুভূতি কী- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী এ ঘটনার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আপনার (সাংবাদিক) কাছে আমার জিজ্ঞাসা- এই ধরনের ছবি যখন দেখেন আপনি কি বিচলিত হন না? আপনার হৃদয়ে কি ডুকরে কান্না আসে না? এটা মানুষ মাত্রই হয়। কিন্তু যারা অমানুষ, যাদের জানোয়ার বলতেও আমার ঘৃণা করে, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা বিবেক সম্পন্ন মানুষ তারা এ দৃশ্য দেখলে কান্নাকাটি করবেই, তাদের হৃদয় আঘাত পাবেই। আমাদের নিরাপত্তা বাহিনী এগুলোকে খুঁজে বের করবে অবশ্যই। এগুলো আপনারা শিগগির দেখবেন।’