ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা টাকা নিয়ে কমিটি করার আশ্বাস দিয়েছেন মোদী। দলের ১১ জন সংসদ সদস্যকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন মমতা। বুধবার ২০ মিনিট ধরে নতুন সংসদ ভবনে এই বৈঠক হয়।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজ্যের পাওনা এক লাখ ১৬ হাজার কোটি টাকা দ্রুত চেয়েছেন।
তিনি বলেছেন, ''আমরা একশ দিনের কাজের টাকা পাচ্ছি না। এই টাকা কালবিলম্ব না করে দিতে হবে। কারণ মানুষ কাজ করেছে। কিন্তু টাকা পাচ্ছে না। আবাস যোজনা, স্বাস্থ্য মিশনের টাকাও আমরা পাচ্ছি না।''
মমতার দাবি, ''১৫৭টা টিম কেন্দ্রের তরফ থেকে গিয়েছিল। তারা যা জানতে চেয়েছে, জানানো হয়েছে। তারপরেও আমরা টাকা পাইনি।''
মুখ্যমন্ত্রী বলেছেন, ''প্রধানমন্ত্রী সব মন দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের নিয়ে একটা কমিটি করা হবে। তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপরে সিদ্ধান্ত নেয়া হবে।''
মমতার বক্তব্য, ''আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের কোনো ভুল হলে বলুন। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টাইম লাইনের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এই বিষয়ে পরে জানাবেন।''
মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, ''এই নিয়ে তিনি চতুর্থবার রাজ্যের বকেয়া অর্থের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।''
মমতা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তখন রাজ্যের সচিবালয় নবান্নে চলে যান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি-র কয়েকজন বিধায়ককে নিয়ে ভিজিটার্স রুমে গিয়ে বসেন। তাদের হাতে পোস্টার ছিল। সেখানে লেখা ছিল, মোদী ক্ষমতায় আসার পর রাজ্যের জন্য বরাাদ্দ অনেকটাই বাড়িয়েছেন। কোন খাতে কত বেড়েছে সেটাও পোস্টারে উল্লেখ করা ছিল।