বাংলাদেশে ট্রেনে নাশকতা নিয়ে যা বললেন ম্যাথিউ মিলার
- আপডেট সময় : ০৬:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ এবং হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এই দুই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। তবে দুই প্রশ্নেই যুক্তরাষ্ট্র সরাসরি কোনও মন্তব্য না করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করার বিষয়টিই উল্লেখ করেছে।
ব্রিফিংয়ে ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানি নিয়ে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কি না-এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন এবং এ নিয়ে তার কোন মন্তব্য নেই। ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে, বাংলাদেশকে আরব বসন্তের মতো অস্থিতিশীল করতে পারে ওয়াশিংটন, রুশ মুখপাত্রের এমন আশঙ্কার বিষয়েও প্রশ্ন করা হয় মিলারকে। এর জবাবে মিলার বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর একটি বিবৃতি দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।