ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনের পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায় আছে। আগামী ৭ই জানুয়ারির নির্বাচনের পর সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের ভাবমূর্তি বিষয়ক সেমিনারের এসব কথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে।

জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ নিয়ে চীন তাদের উন্নয়ন পরিকল্পনা জানাবে উলে­খ করে তিনি বলেন, এতে বাংলাদেশ লাভবান হবে।

রাষ্ট্রদূত বলেন, দুই প্রতিবেশী দেশের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে। দুদেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিঃসন্দেহে সবচেয়ে নজরকাড়া।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশ যৌথ উন্নয়নের ঘনিষ্ঠ অংশীদার। মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস ও ভিসা জটিলতা দূরীকরণসহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া বেশকিছু অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হয়েছে। এ সব অর্থনৈতিক অঞ্চলে দ্রুত জ্বালানি ও পানি সরবরাহের ব্যবস্থা করা হলে চীনা উদ্যোক্তারা সেখানে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত রয়েছেন।

সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার ফলে বাংলাদেশের পরিবেশের সুরক্ষার সঙ্গে সঙ্গে প্রকল্প সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে চীন ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যদি প্রকল্প প্রস্তাব দেয়, তাহলে চীন দুদেশের মধ্যে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।

চীনের বেল্ট অ্যান্ট রোড ইনিশিয়েটিভের পূর্ণ সুবিধা দেয়ারও আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : চীনের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায় আছে। আগামী ৭ই জানুয়ারির নির্বাচনের পর সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের ভাবমূর্তি বিষয়ক সেমিনারের এসব কথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে।

জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ নিয়ে চীন তাদের উন্নয়ন পরিকল্পনা জানাবে উলে­খ করে তিনি বলেন, এতে বাংলাদেশ লাভবান হবে।

রাষ্ট্রদূত বলেন, দুই প্রতিবেশী দেশের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে। দুদেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিঃসন্দেহে সবচেয়ে নজরকাড়া।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশ যৌথ উন্নয়নের ঘনিষ্ঠ অংশীদার। মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস ও ভিসা জটিলতা দূরীকরণসহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া বেশকিছু অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হয়েছে। এ সব অর্থনৈতিক অঞ্চলে দ্রুত জ্বালানি ও পানি সরবরাহের ব্যবস্থা করা হলে চীনা উদ্যোক্তারা সেখানে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত রয়েছেন।

সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার ফলে বাংলাদেশের পরিবেশের সুরক্ষার সঙ্গে সঙ্গে প্রকল্প সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে চীন ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যদি প্রকল্প প্রস্তাব দেয়, তাহলে চীন দুদেশের মধ্যে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।

চীনের বেল্ট অ্যান্ট রোড ইনিশিয়েটিভের পূর্ণ সুবিধা দেয়ারও আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।