ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে মালিকদের একাংশ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকেয়া পাওনা আদায়ের দাবিতে সারা দেশে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে জাহাজ মালিকদের একাংশ। গতকাল বুধবার রাত থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রেখেছেন মালিকেরা।

দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহণ রুটে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল-ডব্লিউটিসি ভেঙে আলাদা সংগঠন আইভোয়াক গঠিত হওয়ার এক দিনের মাথায় লাইটারেজ জাহাজ মালিকেরা তাদের পণ্য বোঝাইকৃত জাহাজ থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধের এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মুখপাত্র নুরুল হক জানান, বুধবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের বিসিভোয়া কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম, ঢাকা, খুলনাসহ দেশের নানা অঞ্চলের নদী এবং ঘাটে ১০ লাখ টনেরও বেশি পণ্য বোঝাই কয়েকশ জাহাজ পণ্য নিয়ে অলস বসে আছে।

নুরুল হক আরও জানান, জাহাজ মালিকেরা বিভিন্ন এজেন্টের কাছে প্রায় ৫৫৩ কোটি টাকা বকেয়া ভাড়া পায়। এই ব্যাপারে সঠিক কোনো উদ্যোগ না নিয়ে সম্প্রতি জাহাজ মালিকদের একটি পক্ষ আলাদা করে জাহাজ বরাদ্দ দেওয়া শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন।

বকেয়া পাওনা ও আলাদা জাহাজ বরাদ্দকারীদের ব্যাপারে সিদ্ধান্ত না এলে এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে মালিকদের একাংশ

আপডেট সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

বকেয়া পাওনা আদায়ের দাবিতে সারা দেশে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে জাহাজ মালিকদের একাংশ। গতকাল বুধবার রাত থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রেখেছেন মালিকেরা।

দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহণ রুটে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল-ডব্লিউটিসি ভেঙে আলাদা সংগঠন আইভোয়াক গঠিত হওয়ার এক দিনের মাথায় লাইটারেজ জাহাজ মালিকেরা তাদের পণ্য বোঝাইকৃত জাহাজ থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধের এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মুখপাত্র নুরুল হক জানান, বুধবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের বিসিভোয়া কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম, ঢাকা, খুলনাসহ দেশের নানা অঞ্চলের নদী এবং ঘাটে ১০ লাখ টনেরও বেশি পণ্য বোঝাই কয়েকশ জাহাজ পণ্য নিয়ে অলস বসে আছে।

নুরুল হক আরও জানান, জাহাজ মালিকেরা বিভিন্ন এজেন্টের কাছে প্রায় ৫৫৩ কোটি টাকা বকেয়া ভাড়া পায়। এই ব্যাপারে সঠিক কোনো উদ্যোগ না নিয়ে সম্প্রতি জাহাজ মালিকদের একটি পক্ষ আলাদা করে জাহাজ বরাদ্দ দেওয়া শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন।

বকেয়া পাওনা ও আলাদা জাহাজ বরাদ্দকারীদের ব্যাপারে সিদ্ধান্ত না এলে এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।