আগামীকাল শুক্রবার (২২ ডিসেম্বর) শুরু হচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ফুটবল। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ছাড়াওর প্রথম দিনে মাঠে নামছে জায়ান্ট ঢাকা আবাহনী ও মোহামেডান। এক দিনেই ভিন্ন তিন মাঠে তিনটি ম্যাচ হবে।
গোপালগঞ্জে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। ময়মনসিংহে লড়বে বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনী। রাজশাহীতে খেলবে মোহামেডান ও ফর্টিস এফসি। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে চারটায় ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস।
স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। সেই সাফল্যে উজ্জিবিত হয়েই প্রিমিয়ার লিগে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলটির শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তির বিচারে অনেক এগিয়ে কিংসরা। কিংস অ্যারেনায় জয় দিয়েই লিগ শুরু করতে প্রস্তুত অস্কার ব্রুজনের শিষ্যরা।
পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে লড়বে দশটি দল। খেলা হবে পাঁচটি ভেন্যুতে। হোম এন্ড অ্যাওয়ে - প্রতিটি দল ১৮টি করে ম্যাচ খেলবে। মোট ম্যাচ হহবে ৯০টি।
লিগের প্রথম দিনে রাজশাহীতে খেলবে ঢাকা মোহামেডান ও ফর্টিস ক্লাব এফসি। বসুন্ধরা কিংসের কাছে হেরে স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় মোহামেডানের। বিষন্নতা কাটিয়ে প্রিমিয়ার লিগের জন্য দলকে প্রস্তুত করেছেন কোচ আলফাজ আহমেদ। ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রিমিয়ার লিগের শিরোপা অধরা ঐতিহ্যবাহী দলটির। গত আসরে চতুর্থ হয়েছিলে সাদা-কালো শিবির।
এবার মাঝারি শক্তির দল নিয়ে শিরোপার চ্যালেঞ্জটা কঠিন হলেও ধাপে ধাপে এগিয়ে যেতে চান মোহামেডানের কোচ।
দেশি-বিদেশী ফুটবলারের সমন্বয়ে দলীয় শক্তিতে বসুন্ধরা কিংসের পরই অবস্থান ঢাকা আবাহনীর। প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে স্বাধীনতা কাপে প্রত্যাশিত সাফল্য পায়নি আকাশী-নীলরা। গত লিগে রানার্সআপ মারিয়ো লেমসের দল। হোম ভেন্যু গোপালগঞ্জে এবারের আসরে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ। চার মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দলটির।
এদিন ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু কিংস অ্যারেনা। আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ গোপালগঞ্জ। ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়ন স্বাগতিক রাজশাহীতে। মুন্সিগঞ্জ ভেন্যু চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের। মোহামেডান ও বাংলাদেশ পুলিশের হোম ভেন্যু ময়মনসিংহ।