পরমাণু হামলার হুঁশিয়ারি দিলেন কিম
- আপডেট সময় : ০৭:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দিলে শত্রুদের বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের হয়। সেখানে উত্তর কোরিয়ার সাথে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক বাধা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের আলোচ্যসূচিতে পারমাণবিক এবং কৌশলগত পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। ওই বৈঠকে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ওপর পিয়ংইয়ং যে কোনো পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ার সরকারের পতন ঘটবে।
এমন পরিস্থিতির মধ্যে কিম তাঁর সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন যে, শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দেয় তাহলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবেন না।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ হওয়ার পরই বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র,জাপান ও দক্ষিণ কোরিয়া। তারা বিবৃতিতে পারমাণবিক অস্ত্রধারী দেশকে উস্কানি দেওয়া বন্ধ করা এবং কোনো শর্ত ছাড়াই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে।
চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি দেখে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদের মধ্যে সামরিক সহায়তা বাড়িয়েছে।
গত সোমবার উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হৌসং-১৮-এর পরীক্ষা চালায়। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছেছে। সম্প্রতি উত্তর কোরিয়া জানিয়েছে যে, কোরিয়ান উপদ্বীপ আইন অনুসারে যুদ্ধের অবস্থায় রয়েছে।