হুতিদের হামলায় ইসরায়েলের সমুদ্র বন্দর অচল
- আপডেট সময় : ০৫:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতির হামলার কারণে ইসরায়েলের এইলাত সমুদ্রবন্দরের কার্যক্রম অনেকটা অচল হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলা শুরুর পর থেকে ইসরায়েলগামী জাহাজগুলোর ওপর হামলার কারণে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রত্যুত্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজারো নিরীহ ফিলিস্তিনির মৃত্যুর প্রতিবাদের হুতিরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা শুরু করে। পাশাপাশি ইসরায়েলের বন্দরেও আঘাত হানে সংগঠনটি। এসব তৎপরতায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হামলার কারণে এইলাত বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে কমে গেছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা ৪০ ভাগ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সম্পন্ন হয়। প্রধান নির্বাহী গিডিয়ন গোলবার রয়টার্সকে বলেন, বাব আল-মান্দেব ছাড়া এইলাত বন্দরের প্রধান শিপিং অচল। ফলে আমরা মোট কার্যক্রমের শতকরা ৮৫ ভাগ কমে গেছে।
ইতোমধ্যে লোহিত সাগরে হামলা শুরু করার পর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান বাব আল-মান্দেব প্রণালীর মাধ্যমে তাদের জাহাজ চলাচল বাতিল করছে। জাহাজগুলো এখন ইসরায়েলে যেতে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগর হয়ে যেতে হচ্ছে।
ফলে আগের চেয়ে এখন প্রায় ১০ দিন বেশী সময় এবং অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে জাহাজগুলোর। ফলে অনেক পণ্য সময় মতো পৌঁছাতে পারছে না আবার কোন কোন পণ্যের মেয়াদ হয়তো জাহাজেই শেষ হয়ে যাচ্ছে।
নতুন পথ ব্যবহারে দুটি শিপিং প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের ভাড়া বাড়ানোর কথা জানিয়েছে। আর, হুতির শীর্ষস্থানীয় নেতারা আবার নতুন করে ইসরায়েলই জাহাজে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলার ঘোষণা দিয়েছে।