নির্বাচন বর্জন করতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিলি
- আপডেট সময় : ০৯:২৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিলি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা লিফলেট বিলি ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, মনির আহমেদ, জামায়াত নেতা ফরিদ আহমেদ রুবেল, মিয়া মুহাম্মদ তৌফিকসহ আরো অনেকে।
আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে আগামী ৭ জানুয়ারি আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। যাতে এদেশের প্রতিনিধিত্বশীল কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। নিজেদের মামু-খালুদের দিয়ে আয়োজিত এ প্রহসনের নির্বাচন আমরা বর্জন করবো।
তিনি আওয়ামী লীগের সাজানো, পাতানো নির্বাচনের বিরুদ্ধে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে আসার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।