০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে অবস্থান পরিবর্তনের হুঁশিয়ারি জাতিসংঘের

ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে বাংলাদেশ নিয়ে অবস্থান পরিবর্তনের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আপনার প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকেরা কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অবশ্য, নির্বাচনের পরে এ বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে, তবে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

পরে এক প্রশ্নকারী বাংলাদেশে সম্প্রতি ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ডুজারিক বলেন, আমরা সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি সমবেদনা জানাই। আমি মনে করি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোণা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ট্রেনের ৩টি বগি। একটি বগি থেকে উদ্ধার করা হয় মা ও শিশুসহ ৪ জনের মরদেহ। এ ঘটনায় বিরোধীল বিএনপিকে দায়ী করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে অবস্থান পরিবর্তনের হুঁশিয়ারি জাতিসংঘের

আপডেট : ০৮:২৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে বাংলাদেশ নিয়ে অবস্থান পরিবর্তনের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আপনার প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকেরা কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অবশ্য, নির্বাচনের পরে এ বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে, তবে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

পরে এক প্রশ্নকারী বাংলাদেশে সম্প্রতি ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ডুজারিক বলেন, আমরা সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি সমবেদনা জানাই। আমি মনে করি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোণা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ট্রেনের ৩টি বগি। একটি বগি থেকে উদ্ধার করা হয় মা ও শিশুসহ ৪ জনের মরদেহ। এ ঘটনায় বিরোধীল বিএনপিকে দায়ী করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।