বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
তফসিল বাতিল, নির্বাচন বর্জনসহ বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি। সবশেষ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে দলটি। তবে, দলটির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না। এমনকি, তাদের নেতাকর্মীরাও সাড়া দেয়নি। তাদের সেই বর্জনের হাঁকডাকও নির্বাচনি প্রচারণার মধ্যে ঢাকা পড়ে গেছে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা দল থেকে বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছে। আমাদের এখানেও তৃণমূল বিএনপির প্রার্থী আছে।’ তিনি আরও বলেন, ‘আজকে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সব জায়গায় আজ নির্বাচনের আলোচনার ঝড়। সমগ্র বাংলাদেশে বিএনপির শতশত নেতা নির্বাচনে সঙ্গে যুক্ত হয়েছে।’
‘বিএনপির নির্বাচন বর্জনের ডাক ভন্ডুল হয়ে গেছে, এখন তারা দেশে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা করছে’ জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকায় একটি ট্রেনে আগুন জ্বালিয়ে তারা ঘুমন্ত চারজন মানুষকে হত্যা করেছে। একজন মা মৃত্যুর মধ্যেও সন্তানকে বুকে আগলে রেখেছে। বুক থেকে অঙ্গার হয়ে যাওয়া সন্তানকে সরানো যাচ্ছে না। এই ধরণের বীভৎসতা কোনো রাজনৈতিক দল করতে পারে না। এই বিএনপির আর জনগণের কাছে আসার কোনো সুযোগ নেই। তারা আগুনসন্ত্রাস চালিয়ে জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যাদের ওপর ভরসা করেছিল, তারাও বলছে—তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। কদিন আগে জাতিসংঘ বিবৃতি দিয়েছে, নির্বাচনে যাতে সবাই ভোট দিতে পারে। তার মানে বিএনপি যে নির্বাচনে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধেই তারা সেটি বলেছে।’ তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হওয়া দরকার, আমরা সেটাই করতে চাই, সেটিতে বাধা দিচ্ছে বিএনপি। আমরা আশা করব, ভিসা নীতি যেটি ঘোষণা করা হয়েছে, বিএনপিসহ যারা এই নির্বাচনে বাধা দিচ্ছে, তাদের ওপরই এই ভিসা নীতি প্রয়োগ করা হবে ইনশা আল্লাহ।’