মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জিএম কাদের
- আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
রংপুরে মাওলানা কেরামত আলী (রহ.) জৈনপুরীর মাজার, হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় নগরীর কেরামতিয়া মসজিদে মাওলানা কেরামত আলী (রহ.) মাজার জিয়ারত করেন রংপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের। এরপর মুন্সীপাড়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এর আগে সকালে প্রথমে পল্লী নিশ্বাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
জিয়ারত শেষে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় যোগ দেন। রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।