কারচুপি হলেই ভোট বন্ধ: সিইসি
- আপডেট সময় : ০৭:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
কোনো সেন্টারে কারচুপি হলেই ওই সেন্টারে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বলেন, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা হাতজোড় করে আপনাদের কাছে এই সহযোগিতা চাচ্ছি। আপনারা সহযোগিতা করবেন। আপনারা সকরেই উঁচুমানের নেতা। গণতন্ত্র আমাদের চেয়ে আপনারা অনেক বেশি বুঝেন। স্বাধীনতা যুদ্ধে আপনারা অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে পক্ষপাতীত্বের কোনো সুযোগ নেই। অনেকে বলেন প্রশাসন সরকারি দলের পক্ষপাতিত্ব করে। এটা আসলে সঠিক নয়। সবাই সচেতন থাকলে এবং চোখ–কান খোলা রাখলে এটা বোঝা যাবে।
সিইসি বলেন, ‘নানা কারণে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এ নিয়ে কথা বলেন। আমাদের সাথেও বৈঠক হয়েছে। তাদেরও চাওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
এ সময় নির্বাচনী প্রচারের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রচারণার সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নির্বাচন কমিশন থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সবার কাছে সহযোগিতা চান সিইসি।
এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।