গাজায় যুদ্ধবিরতি নয়, সহায়তা পাঠাতে জাতিসংঘে প্রস্তাব পাস
- আপডেট সময় : ০৭:১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
গাজা উপত্যকার রাফাহতে হামলায় নিহত প্রিয়জনের শোকে আল-নাজ্জার হাসপাতালে স্তব্ধ হয়ে বসে আছেন এক ব্যক্তি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে এ প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়টি নেই। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার এ ভোট অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ভোটদানে বিরত ছিল। ফলে প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রথমে এতে ‘অবিলম্বে লড়াই বন্ধের’ আহ্বানের কথা বলা হয়েছিল। তবে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবের ভাষায় পরিবর্তন আনা হয়েছে।
এ নিয়ে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া বলেছে, এই প্রস্তাব একটি ‘দন্তহীন’ এবং ‘অক্ষম’ প্রস্তাব।
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, এই প্রস্তাবে যুদ্ধবিরতির ব্যাপারে বলা হয়নি। পরিবর্তে এর মাধ্যমে গাজা উপত্যকায় আরও নির্মমতা চলাতে ইসরায়েলি সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।