বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে: ড. হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে অসহযোগ আন্দোলন করছে বিএনপি। আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার দাবি এখন আর আলোচনায় নেই। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লিফলেট প্রচার ফটোসেশন ছাড়া আর কিছু নয়।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মনে করেছিল নির্বাচন হবে না। এখন তারা মনে করছে বিপুল প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে।
ড. হাছান মাহমুদ আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ভণ্ডুল হয়ে গেছে। যেসব বিদেশিদের কাছে বিএনপি ধর্ণা দিতো তারাও এখন আর তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা না বলে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করার কথা বলছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ট্রেনে হামলা ও অগ্নিসংযোগ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
নৌকার প্রার্থী ও আওয়ামী বলয়ের স্বতন্ত্র প্রার্থীরা যদি সহিংসতা করে তবে তা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।