রোববার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এর আগে রাজধানীর গুলিস্তান, মিরপুর, কলাবাগানে এবং যমুনা ফিউচার পার্কের সামনে বাস ও সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, অসহযোগ আন্দোলনের নামে বিএনপি যদি বাসে অগ্নিসংযোগ করে ও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না৷
হরতালে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের পুলিশের কোনো বক্তব্য নেই৷ কিন্তু কেউ যদি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের প্রাণনাশের চেষ্টা করে, জীবনযাত্রা বাধাগ্রস্ত করে ও বাসে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার। তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কোনো স্পষ্ট করে বলতে চাই বিগত কয়েক মাসে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। অনেকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, আমাদের গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড কখনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। নাশকতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
এদিকে গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার পাশে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় । আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে— তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত সাড়ে ১০টায় সদর দপ্তরে খবর আসে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ বিকেল ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।