ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ম্যাক্রোঁ
- আপডেট সময় : ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হবে আগামী বছরের ২৬শে জানুয়ারি। সেই দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
আগামী ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ২০২৪ সালের ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ফ্রান্সের ষষ্ঠ নেতা হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপনে অংশ নিতে যাচ্ছেন ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর আগে সাবেক ফরাসি প্রধানমন্ত্রী জ্যাক শিরাক ১৯৭৬ ও ১৯৯৮ সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি ছিলেন।
এছাড়া সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং, নিকোলাস সারকোজি ও ফ্রাসোয়া ওলাদ যথাক্রমে ১৯৮০, ২০০৮ ও ২০১৬ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন।
প্রতিবেদন মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি উদযাপন অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।