লোহিত সাগরের পর এবার আরব সাগরের ভারতীয় উপকূলে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আমেরিকার দাবি করছে, এ হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তরের এক বিবৃতিতে এমন দাবি করা হয়। তবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথমবারের মতো কোনো হামলার পেছনে ইরানকে সরাসরি দায়ী করল যুক্তরাষ্ট্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ড্রোন হামলাটি চালানো হয়। জাপানের মালিকানাধীন রাসায়নিক ট্যাঙ্কারটিতে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্য পরিবহনের ওই ট্যাঙ্কারটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে বলে জানিয়েছে সমুদ্রপথে নিরাপত্তা প্রদানকারী ফার্ম অ্যামব্রে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভারতের পশ্চিমের রাজ্য গুজরাট উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। হামলা পর বিস্ফোরণে জাহাজে আগুন ধরে গিয়েছিল। আগুনে জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সেটিতে থাকা প্রায় ২০ জন ক্রুর সবাই অক্ষত আছেন।
এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হামলার শিকার জাহাজটির সঙ্গে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে । ভারতীয় নৌবাহিনীও জানিয়েছে যে, তারা হামলার শিকার জাহাজটি থেকে আসা সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে।
গাজায় ইসরায়েলের হামলার জেরেলোহিত সাগরে কয়েকটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। এরমধ্যেই আরব সাগরে এ হামলার ঘটনা ঘটল।