রাশিয়ার বিরুদ্ধে চলা যুদ্ধে সেনাদের মানসিক চাপ বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস কমাতে গাঁজা সেবন বৈধ করল ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী বছরের ফেব্রুয়ারিত দুই বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই দীর্ঘ যুদ্ধের প্রভাবে এখন হাজার হাজার ইউক্রেনীয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। এটি একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা। যুদ্ধ, বা যুদ্ধের মতো কোনও ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করলে বা অনুভব করলে মানুষের মনে এই রোগ হয়। এর কারণে গুরুতর উদ্বেগ, অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা চলে মনের ভেতর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার গাঁজা সেবন বৈধ করার প্রস্তাবটি ইউক্রেনের পার্লামেন্টে পাস হয়। এ প্রস্তাবের পক্ষে ২৮৪টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১৬টি ভোট।
সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে অনুযায়ী, বিলটি এখন পাস হলেও, নতুন আইন কার্যকর হতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইউক্রেনীয় সাংসদদের মতে, গাঁজা সেবন বৈধ ইউক্রেনীয় নাগরিকদের ট্রমার উপসর্গগুলির নিরাময়ে সহায়ক হতে পারে।
ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেন, গাঁজা ব্যবহারের শর্ত এবং কারা ব্যবহার করতে পারবে সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত হবে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারিভাবে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে প্রকৃত মৃতের সংখ্যা এর থেকে অনেক বেশি বলে মনে করা হয়। যুদ্ধের কারণে ১ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুতও হয়েছেন।