০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত দুই শতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। শনিবার (২৩শে ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরাইলি হামলায় গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মরদেহ। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি।

এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

শনিবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে বোমা হামলায় শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া ক্যাম্পে আরেকটি হামলায় আরও ডজন খানেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানিয়েছেন, গাজাজুড়ে ইসরাইলি হামলা অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। উত্তরাঞ্চলে বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। অনেক মরদেহ গলিত অবস্থায় পাওয়া গেছে।

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত দুই শতাধিক

আপডেট : ০৬:৩৮:০৩ পূর্বাহ্ন, রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। শনিবার (২৩শে ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরাইলি হামলায় গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মরদেহ। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি।

এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

শনিবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে বোমা হামলায় শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া ক্যাম্পে আরেকটি হামলায় আরও ডজন খানেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানিয়েছেন, গাজাজুড়ে ইসরাইলি হামলা অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। উত্তরাঞ্চলে বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। অনেক মরদেহ গলিত অবস্থায় পাওয়া গেছে।