বড়দিনের ভোজ খেয়ে ৭০০ কর্মী অসুস্থ
- আপডেট সময় : ০৬:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে কর্মীদের জন্য নৈশভোজের আয়োজন করে ফ্রান্সের এয়ারবাস আটলান্টিক কর্তৃপক্ষ। আর এই নৈশভোজের খাবার খেয়ে কোম্পানির ৭ শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এয়ারবাস আটলান্টিকের কর্মীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়ে আঞ্চলিক তদন্ত সংস্থা এআরএস জানায়, কর্মীরা বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। বড়দিনের আগে আয়োজিত এই ভোজের মেন্যুতে কী ছিল তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে সম্মত হয়নি এয়ারবাস কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গত শুক্রবার। ঠিক কোন খাবারটিতে সমস্যা ছিল, যে কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়ল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। খাদ্যে বিষক্রিয়ার উৎস বের করতে তদন্ত শুরু হয়েছে।
বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের বিশ্বব্যাপী ১ লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। উড়োজাহাজ, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সম্পর্কিত শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এয়ারবাস আটলান্টিক তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে কোম্পানিটির ১৫ হাজার কর্মী রয়েছে।
এয়ারবাস কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, ৭০০ জন নয়, তাদের ১০০ জনের মতো কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এক বিবৃতিতে এয়ারবাস জানায়, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তারা এআরএস কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আর কখনও যেন এ ধরণের ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে চাইছে।