খাজা ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং
- আপডেট সময় : ০৮:১৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরায়েল-হামাস সংঘাতে বহু শিশুসহ প্রাণহানি বেড়েই চলছে। প্রতিদিন লাশের মিছিল লম্বা হচ্ছে। এসব প্রভাব ফেলছে অস্ট্রেলিয়ার মুসলিম ক্রিকেটার উসমান খাজার হৃদয়ে। নিজের অবস্থান থেকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এবার খাজা প্রসঙ্গে আইসিসিকে রীতিমত ধুয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কালো আর্মব্যান্ড পরেছিলেন। বিষয়টি আইসিসির নিয়ম বহির্ভুতভাবে করায় তাকে ভর্ৎসনা করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টের জন্যও আলাদা পরিকল্পনা ছিল অজি ব্যাটারের, কিন্তু বাধ সাধলো আইসিসি।
আইসিসির এই বাধা দেওয়া নিয়ে পার্থ টেস্ট থেকেই ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। এখন তা উচ্চকিত হয়েছে আরও। বরাবরই এসব ক্ষেত্র সরব সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং উইকেন্ড অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা কলামে কাঠগড়ায় তুলেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।
খাজা প্রসঙ্গে হোল্ডিং বলেন, ‘অন্য বেশিরভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু আইসিসির ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেব নৈতিকতার ঘাটতি তুলে ধরল।’
এর আগে খাজা নিজে বলেন, ‘আমি সব নিয়মই মেনেছি আর অতীতেও এমন ঘটনা আছে যে ব্যাটে কেউ স্টিকার লাগিয়েছে, জুতায় নাম লিখেছে। অতীতে এমনটা করা হয়েছে আইসিসির অনুমতি ছাড়াই এবং ভর্ৎসনাও শুনতে হয়নি কাউকে। আমি আইসিসিকে সম্মান জানাই, তাদের যা নিয়ম আছে, সেগুলোকেও। আমি বলব আমার ক্ষেত্রে সেই ধারাবাহিকতা ধরে রাখা হয়নি।’