আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৪৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম ধাপে দেশের ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী।
নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড বিভিন্ন আসনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মধ্যে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি তিনটি প্রেস থেকে বিতরণ করা হচ্ছে। গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার ব্যালট পেপারসহ অন্যন্য নির্বাচনী সরঞ্জাম বিরতণ করা হচ্ছে।
আজ সোমবার সকাল ১০টার পর তেজগাঁওয়ের গর্ভমেন্ট প্রিন্টিং প্রেসে গিয়ে দেখা যায়, সকাল থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া, মাগুরা ও রাঙামাটি থেকে দায়িত্বশীল কর্মকর্তারা ব্যালট পেপার নিতে এসেছেন। প্রথমে তাঁরা নির্বাচন কমিশন ভবনে গিয়ে সিল সংগ্রহ করেন।
গতকাল রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ইসির পাঠানো চিঠিতে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণের অনুরোধ জানানো হয়।
প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল নিয়ে মামলাগুলো মাথায় রেখে ৩১শে ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। আগামী ৭ জানুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।