দেশে দেশে নানা আনুষ্ঠানিকতায় বড়দিন
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
দেশে দেশে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থণা এবং একে অপরকে উপহার দেয়ার পাশাপাশি চলছে শুভেচ্ছা বিনিময়।
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে শান্তি কামনা করেন পোপ।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, এশিয়াসহ বিভিন্ন দেশে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন। বর্ণিল আলোয় সেজেছে বিভিন্ন দেশ।
তবে চিরচেনা সেই রূপ নেই যিশুর জন্মস্থল বেথলেহেমে। প্রতিবছর অঞ্চলটিতে বড়দিনের মূল আয়োজন থাকলেও গাজায় ইসরাইলি আগ্রাসনে এবার নেই উৎসবের রঙ।