ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৫ বছর পর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। সফর ঘিরে এরই মধ্যে সেজেছে রংপুর শহর। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।

এদিকে পাঁচ বছর পর শেখ হাসিনার রংপুর সফর ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে পীরগঞ্জের ফতেহপুর জয় সদন। শ্বশুরবাড়িতে শেখ হাসিনাকে অ্যাপায়ন করা হবে ২০ পদের খাবার দিয়ে। সফরকে ঘিরে উচ্ছ্বসিত ভোটার ও সাধারণ মানুষ।

রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখান থেকে বিকেলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এ দুটি সভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা জেলা আওয়ামী লীগের নেতাদের।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামীম বলেন, শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতির আগমন ঘিরে উজ্জীবিত নৌকার প্রার্থীরা। তারা বলছেন, এবারও ভোটাররা নৌকাকেই বেছে নেবেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যে মার্কা থেকে মানুষ উন্নয়ন পেয়েছে, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ পেয়ছে সেই মার্কাতেই মানুষ ভোট দেবে। মানুষ সেই মার্কাতেই আস্থা রাখবে।

২০১৮ সালেও এ দুটি আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

৫ বছর পর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। সফর ঘিরে এরই মধ্যে সেজেছে রংপুর শহর। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।

এদিকে পাঁচ বছর পর শেখ হাসিনার রংপুর সফর ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে পীরগঞ্জের ফতেহপুর জয় সদন। শ্বশুরবাড়িতে শেখ হাসিনাকে অ্যাপায়ন করা হবে ২০ পদের খাবার দিয়ে। সফরকে ঘিরে উচ্ছ্বসিত ভোটার ও সাধারণ মানুষ।

রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখান থেকে বিকেলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এ দুটি সভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা জেলা আওয়ামী লীগের নেতাদের।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামীম বলেন, শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতির আগমন ঘিরে উজ্জীবিত নৌকার প্রার্থীরা। তারা বলছেন, এবারও ভোটাররা নৌকাকেই বেছে নেবেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যে মার্কা থেকে মানুষ উন্নয়ন পেয়েছে, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ পেয়ছে সেই মার্কাতেই মানুষ ভোট দেবে। মানুষ সেই মার্কাতেই আস্থা রাখবে।

২০১৮ সালেও এ দুটি আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।