জরিমানা গুনলেন মাশরাফিসহ চার প্রার্থী
- আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ চারজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে চার প্রার্থীকে জরিমানা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাশরাফিসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাটিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে ১৫ হাজার, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি প্রদান করলো নির্বাচন কমিশন।
নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ায় প্রার্থীভেদে জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।