নির্বাচনকে নিরাপদ করতে মাঠে থাকবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী। এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৯ তারিখ থেকে বিজিবি মাঠে নামবে এরপর সেনাবাহিনীও মাঠে নামবে। তখন পরিবেশ আরও শান্ত হয়ে যাবে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে। সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রর তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।