পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাহবা পাওয়ার জন্য সিপিডি ঘরে বসে হিসেব কষে আজগুবি তথ্য দিচ্ছে। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেটের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী। দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন, তাদের অনেকেই রাশান ইকোনমিস্ট। তারা ঘরে বসে অংক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন। যারা ঘরে বসে অংক কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের আজগুবি তথ্য দিয়েছে। বাহবা পাওয়ার জন্য তারা এসব করেছে।’
সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনেকেই গোপনে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।’