ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেসির ‘বোয়াটেং গোল’ দেখা গেল ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল পায়ে দক্ষতার জন্য ক্রিস উডকে কজন আলাদা করে মনে রাখেন! তাঁর খেলার ধরনের সঙ্গে বরং প্রিমিয়ার লিগের নিচের দিকের ক্লাবের ফুটবলই ভালো যায়। বক্সে ওঁত পেতে থাকবেন, ক্রস আসবে আর তিনি হেড করবেন বা সুযোগ বুঝে জায়গামতো থেকে শট নেবেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে গায়ে থাকবেন, লম্বা পাস এলে তা নামিয়ে দেবেন সতীর্থ উইঙ্গারকে। এই তো! লম্বা ক্রসে খেলার কৌশলেই নিউজিল্যান্ডের স্ট্রাইকার মানানসই।

সেই ক্রিস উডই আজ প্রিমিয়ার লিগে জন্ম দিলেন এক ‘মেসি-মোমেন্ট’-এর। নিউক্যাসলের বিপক্ষে আজ উডের হ্যাটট্রিকেই নটিংহ্যাম ফরেস্ট জিতেছে ৩-১ গোলে। নটিংহ্যামের তিন গোলই এক সময়ে নিউক্যাসলে খেলা উডের! এর মধ্যে দ্বিতীয় গোলটি যেন হুবহু মেসির গোলের নকল!

২০১৫ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনার জার্সিতে পায়ের ঝলকে বায়ার্ন মিউনিখের জেরোম বোয়াটেংকে মাটিতে শুইয়ে দিয়ে গোলকিপারকে চিপ করে মেসির গোলটি মনে আছে? সেই গোলটিই ডান পায়ের কোনো খেলোয়াড়ের পায়ে- কল্পনা করুন, ক্রিস উডের গোলটি তেমনই।

বাঁ দিক থেকে বক্সে ঢুকলেন, ইনসাইড-আউটসাইড করে গায়ের সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে ‘বোয়াটেং’ বানালেন, এরপর এগিয়ে আসা গোলকিপারের পাশ কাটানো চিপে গোল!

নিউজটি শেয়ার করুন

মেসির ‘বোয়াটেং গোল’ দেখা গেল ইংল্যান্ডে

আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

ফুটবল পায়ে দক্ষতার জন্য ক্রিস উডকে কজন আলাদা করে মনে রাখেন! তাঁর খেলার ধরনের সঙ্গে বরং প্রিমিয়ার লিগের নিচের দিকের ক্লাবের ফুটবলই ভালো যায়। বক্সে ওঁত পেতে থাকবেন, ক্রস আসবে আর তিনি হেড করবেন বা সুযোগ বুঝে জায়গামতো থেকে শট নেবেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে গায়ে থাকবেন, লম্বা পাস এলে তা নামিয়ে দেবেন সতীর্থ উইঙ্গারকে। এই তো! লম্বা ক্রসে খেলার কৌশলেই নিউজিল্যান্ডের স্ট্রাইকার মানানসই।

সেই ক্রিস উডই আজ প্রিমিয়ার লিগে জন্ম দিলেন এক ‘মেসি-মোমেন্ট’-এর। নিউক্যাসলের বিপক্ষে আজ উডের হ্যাটট্রিকেই নটিংহ্যাম ফরেস্ট জিতেছে ৩-১ গোলে। নটিংহ্যামের তিন গোলই এক সময়ে নিউক্যাসলে খেলা উডের! এর মধ্যে দ্বিতীয় গোলটি যেন হুবহু মেসির গোলের নকল!

২০১৫ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনার জার্সিতে পায়ের ঝলকে বায়ার্ন মিউনিখের জেরোম বোয়াটেংকে মাটিতে শুইয়ে দিয়ে গোলকিপারকে চিপ করে মেসির গোলটি মনে আছে? সেই গোলটিই ডান পায়ের কোনো খেলোয়াড়ের পায়ে- কল্পনা করুন, ক্রিস উডের গোলটি তেমনই।

বাঁ দিক থেকে বক্সে ঢুকলেন, ইনসাইড-আউটসাইড করে গায়ের সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে ‘বোয়াটেং’ বানালেন, এরপর এগিয়ে আসা গোলকিপারের পাশ কাটানো চিপে গোল!