ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের মানুষ আ.লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিসহ দেশের মানুষ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে, ৭ জানুয়ারী ভোট বর্জন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তারা।

এসময়, সেলিমা রহমান বলেন, ’সারা বাংলাদেশ সবাই জানে আগামী ৭ তারিখে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। ক্ষমতায় থেকে তারা আজকে একটি ইশতেহার ঘোষণা করেছে। তাদের নির্বাচন মুখেমুখে হয়ে গেছে। আগামী ৭ তারিখ শুধু ঘোষণা দিচ্ছে। বাংলাদেশকে তারা কব্জা করেছে। সারা বাংলাদেশের মানুষ এ নির্বাচন মেনে নেবে না। ’

বিএনপি নেতারা দাবি করেন, একতরফা ভোটে সাড়া নেই সাধারণ মানুষের। পুলিশ-প্রশাসন ব্যবহার করে তারা বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ আন্দোলনে গণদাবি আদায় করার কথাও জানান তারা।

এদিকে, ঢাকার মালিবাগ. মগবাজার, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় একই কর্মসূচী পালন করেছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানান দলগুলোর নেতারা।

নিউজটি শেয়ার করুন

দেশের মানুষ আ.লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে: সেলিমা রহমান

আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

বিএনপিসহ দেশের মানুষ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে, ৭ জানুয়ারী ভোট বর্জন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তারা।

এসময়, সেলিমা রহমান বলেন, ’সারা বাংলাদেশ সবাই জানে আগামী ৭ তারিখে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। ক্ষমতায় থেকে তারা আজকে একটি ইশতেহার ঘোষণা করেছে। তাদের নির্বাচন মুখেমুখে হয়ে গেছে। আগামী ৭ তারিখ শুধু ঘোষণা দিচ্ছে। বাংলাদেশকে তারা কব্জা করেছে। সারা বাংলাদেশের মানুষ এ নির্বাচন মেনে নেবে না। ’

বিএনপি নেতারা দাবি করেন, একতরফা ভোটে সাড়া নেই সাধারণ মানুষের। পুলিশ-প্রশাসন ব্যবহার করে তারা বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ আন্দোলনে গণদাবি আদায় করার কথাও জানান তারা।

এদিকে, ঢাকার মালিবাগ. মগবাজার, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় একই কর্মসূচী পালন করেছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানান দলগুলোর নেতারা।